Wednesday, August 27, 2025
HomeScrollছুটন্ত বাইকে যুগলের রোম্যান্স, ভাইরাল ভিডিও

ছুটন্ত বাইকে যুগলের রোম্যান্স, ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক: প্রেম আর গাড়ি দুই সিগন্যাল মানে না। ভূমি ব্যান্ডের গান স্বার্থক। ছুটন্ত বাইকে প্রেমিকাকে বসিয়ে প্রেমিক গালে চুমু দিচ্ছে। দুরন্ত গতিতে ছুটছে বাইক। বেপরোয়া যুগলের দুঃসাহসিক প্রেম ( Couples Reel Movieing Bike) ভাইরাল নেটপাড়ায়। কানপুরের রাস্তায় ধরা পড়ল দুঃসাহসিক যুগলের রোমান্স। যদিও ভাইরাল হওয়ার ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন।

আরও পড়ুন: টাকার দামে রেকর্ড পতন, দেশকে জবাব দিন নরেন্দ্র মোদি: প্রিয়াঙ্কা

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হেলমেট ছাড়া দুরন্ত গতিতে বাইক ছোটাচ্ছে এক যুবক। শুনে মনে হতে পারে এমনকী। রোজ এই দৃশ্য দেখে থাকি। কিন্তু গল্পের আসল টুইস্ট এখনও বাকি। ওই যুবক ও তাঁর মহিলা সঙ্গীকে কোলে তুলে ওই অবস্থাতেই চড়ে বসেছেন বাইকে। তেল ট্যাঙ্কের উপর যুবতীকে মুখোমুখি বসিয়ে দ্রুত গতিতে বাইক ছোটাচ্ছেন। চালক মেতে রয়েছেন সঙ্গিনীর সঙ্গে রোম্যান্সে। গোটা ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রাফিক নিয়ম ভাঙা ওই যুগলের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন নেটিজেনরা।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News